সরকারি কর্মকর্তা সেজে অর্থ আত্মসাৎ
কুমিল্লায় প্রতারক চক্রের সদস্য গ্রেফতার
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় সরকারি কর্মকর্তা পরিচয়ে অর্থ হাতিয়ে নেয়ার কাজে লিপ্ত একটি প্রতারক চক্রের মূল হোতা কামাল আহম্মেদকে গ্রেফতার করেছে র্যাব। কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিকাশের নামে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও অর্থ লেনদেনের কাজে ব্যবহৃত দুটি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে। কামাল আহম্মেদ চাঁনপুর এলাকার মৃত আবদুর রহিমের ছেলে। নগরীর শাকতলা এলাকায় শনিবার দুপুরে র্যাব-১১ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব। র্যাব কর্মকর্তা জানান, কিছুদিন ধরে বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল প্রতারক চক্র। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে মাঠে নামেন র্যাব সদস্যরা। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুক্রবার রাতে সদর উপজেলার চাঁনপুর এলাকা থেকে প্রতারক চক্রের মূল হোতা কামাল আহম্মেদকে গ্রেফতার করা হয়। র্যাব কর্মকর্তা জানান, কামাল ও তার সহযোগীরা দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির এজেন্ট ও ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করত। তারা সরকারি কর্মকর্তা সেজে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিল। এর আগে ২০১৮ সালের ২৪ জুলাই কামাল গ্রেফতার হয়। পরে জামিনে বেরিয়ে আবারও প্রতারণার কাজে সম্পৃক্ত হয় সে।
