Logo
Logo
×

খবর

চট্টগ্রামে আ’লীগ প্রার্থীর সভায় হামলা

কাউন্সিলরসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. নুরুল আমিন ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় সরাইপাড়া ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ছাবের আহম্মেদ, তার ছেলে ফারুক আহম্মদ অপুসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০-৫০ জনকে। শুক্রবার রাতে কাউন্সিলর প্রার্থী মো. নুরুল আমিন বাদী হয়ে এ মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন জাহিদুল আলম মুরাদ, রনি, জনি, টিংকু, তারেক, আরাফাত রহমান ওরফে বিজয়, সামিউল আলম সাবিত, সাইফুল ইসলাম, রবিউল হক ইকু ও নিজাম উদ্দিন মুন্না। ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন যুগান্তরকে বলেন, ‘এ মামলায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। মামলার তদন্ত চলছে।’ মামলার এজাহারে বাদী নুরুল আমিন উল্লেখ করেন, সরাইপাড়া ওয়ার্ডের ঝর্নাপাড়া রহিম সওদাগরের বাড়ির ভেতর শুক্রবার বিকালে একটি সভার আয়োজন করেন তিনি। সভায় বর্তমান কাউন্সিলর ছাবের আহম্মদের নির্দেশে তার ছেলে ফারুক আহম্মদ অপুর নেতৃত্বে লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালানো হয়। এতে তার (নুরুল আমিনের) কর্মী মিজানুর রহমান খোকন, নুরুল আজিম, নুরুল এহসান রিফাত, নাহিদ, আবদুল কাদের সুজন গুরুতর আহত হন। এ সময় তারা গাড়িও ভাংচুর করেন।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম