|
ফলো করুন |
|
|---|---|
সৌরজগতে এমন একটি গ্রহাণুর সন্ধান মিলেছে যেটি পৃথিবীর সঙ্গে আচরণ করছে অনেকটা চাঁদের মতো। গ্রহাণুটির নাম ২০১৬ এইচওথ্রি। এটি মহাকাশে পৃথিবীর নিয়মিত সঙ্গী। তবে চাঁদের মতো এটি পৃথিবীকে কেন্দ্র করে নয়, ঘুরছে সূর্যকে কেন্দ্র করে। নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ গ্রহাণুটি সম্পর্কে বলছে, সৌরজগতে পৃথিবীর কাছের বস্তুগুলোর মধ্যে এটিই সেরা ও সবচেয়ে স্থিতিশীল সঙ্গী।
