কোয়ারেন্টিনে না থাকায় প্রথম জরিমানা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জের সাটুরিয়ায় হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ অমান্য করায় এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এ জরিমানা করে সঙ্গে সঙ্গে তা আদায়ও করেন। কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা অমান্য করায় এই প্রথম কোনো ব্যক্তিকে জরিমানা করা হল। বরিশালের বাকেরগঞ্জে হোম কোয়ারেন্টিন থেকে আত্মগোপন করেন আরেক সৌদি প্রবাসী। এদিকে দেশের বিভিন্ন স্থানে নতুন করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা, লিফলেট বিতরণ ও মাইকিংসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ারও আয়োজন করা হয়। এদিন সারা দেশে আরও বেশ কয়েকজনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
মানিকগঞ্জ : সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, সদ্য বিদেশ ফেরতদের নিজ নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। প্রতিদিন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। সন্ধ্যার পর এলাকার চায়ের দোকানে দোকানে গিয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে। এরপরও ওই সৌদি প্রবাসী নিজ বাড়িতে পর্যবেক্ষণে না থেকে লোকালয়ে ঘুরে বেড়ান। পরে তাকে আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। ওই ব্যক্তি ৬ মার্চ সৌদি আরব থেকে দেশে আসেন। এদিকে জেলায় আরও ২৬ জনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এ নিয়ে রোববার দুপুর পর্যন্ত ২৪৭ জনকে বিশেষ পর্যবেক্ষণে নেয়া হল। তবে এদিন এদের মধ্য থেকে ২১ জনকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে বলা হয়েছে। জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য জানিয়েছেন।
শেরপুর (বগুড়া) : জেলা পুলিশের আয়োজনে জনসচেতনতামূলক আলোচনা সভা এবং লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। দুপুরে শেরপুরের ধুনট মোড়ে ট্রাক টার্মিনাল এলাকায় পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে সভা হয়েছে। পরে স্থানীয়দের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
কালকিনি (মাদারীপুর) : করোনা নিয়ে জনসচেতনতা বাড়াতে কালকিনি থানা পুলিশের উদ্যোগে কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় থানার ওসি মো নাসিরউদ্দিন মৃধা মানুষের হাতে টিস্যু পেপার তুলে দেন।
লালমোহন (ভোলা) : লালমোহনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান। সকালে লালমোহন করিমুন্নেসা-হাফিজ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
চৌহালী (সিরাজগঞ্জ) : এনায়েতপুর প্রেস ক্লাবে শনিবার বাদ মাগরিব সিরাজগঞ্জ জেলা প্রশাসকের বাবা মরহুম জমির উদ্দিন আহ্মদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে করোনাভাইরাস থেকে মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়েছে।
গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুরে ‘করোনাভাইরাসে করণীয়’ শীর্ষক প্রচারপত্র বিতরণ ও সমাবেশ গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ, অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয়দের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
চাঁদপুর : করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতির উদ্যোগে খতমে ইউনুস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
ডামুড্যা (শরীয়তপুর) : বিকালে ডামুড্যা বন্দর এলাকায় ডামুড্যা থানার ওসি মো. মেহেদী হাসান সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
জামালগঞ্জ (সুনামগঞ্জ) : দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচার অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
সিলেট : রোববার পর্যন্ত সিলেট বিভাগে ২০ জনকে হোম ও ৩ জনকে হাসপাতালে কোয়ারেন্টিনে পাঠানো হয়। এদের প্রায় সবাই বিদেশ ফেরত। সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সিলেট জেলায় ৬ জন হোম ও ৩ জন সিলেট শহিদ শামস উদ্দিন হাসপাতালে কোয়ারেন্টিনে আছেন। এদিকে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে জেলার বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
ফরিদগঞ্জ (চাঁদপুর) : ইতালি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা ২৩৪ জন প্রবাসী নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। রোববার বিকালে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি এ তথ্য জানিয়েছেন। এদিকে করোনা মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ বেডের একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা রয়েছে। পাশাপাশি দুটি শিক্ষাপ্রতিষ্ঠানও প্রস্তুত রেখেছে স্থানীয় প্রশাসন।
মাদারীপুর : শনিবার দুপুর পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ফেরা ১৭৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের জন্য জেলা সদর হাসপাতালসহ তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি যদি অস্বাভাবিক হয় তাহলে আরও একশ’ বেড প্রস্তুত করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বাগেরহাট ও শরণখোলা : শরণখোলায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। ১১ দিন আগে তিনি অবৈধভাবে ভারত থেকে নিজ বাড়িতে ফেরেন বলে জানান স্থানীয়রা। হাসপাতালের চিকিৎসক ডা. ফরিদা ইয়াসমিন বলেন, রোববার সকালে ওই রোগী জর, সর্দি-কাশি ও গলাব্যথা নিয়ে হাসপাতালে আসেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর করোনায় আক্রান্ত সন্দেহে তাকে আইসোলেশনে নেয়া হয়েছে।
রাজশাহী : রাজশাহী বিভাগের আট জেলায় ৯৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের অধিকাংশই সদ্য বিদেশ ফেরত। এর মধ্যে রাজশাহী জেলায় ৪ জন রয়েছেন, যাদের একজন সিঙ্গাপুর, একজন মালয়েশিয়া ও দুইজন সৌদি আরব থেকে দেশে ফেরেন। এছাড়া নওগাঁয় ২৮, বগুড়ায় ২০, চাঁপাইনবাবগঞ্জে ১৭, পাবনায় ১০, নাটোরে ১১, জয়পুরহাটে ৪ ও সিরাজগঞ্জে ১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
বরিশাল : বাকেরগঞ্জে হোম কোয়ারেন্টিন থেকে আত্মগোপন করেছেন এক সৌদি প্রবাসী। শনিবার থেকে ওই প্রবাসী আত্মগোপনে। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন। এদিকে চারদিনে বরিশালের চার জেলার ২৫ জনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়। নতুন করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে ভোলার একজন ও ঝালকাঠির ৩ জনকে। বর্তমানে বরিশালে ১০, ঝালকাঠিতে ৮, পটুয়াখালীতে ৫ ও ভোলায় ২ জন হোম কোয়ারেন্টিনে। করোনা পরিস্থিতিতে বরিশালে শুরু হওয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনের দু’দিন পর বন্ধ হয়ে গেছে।
ঝিনাইদহ : রোববার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে ১৮১ জনকে। এর মধ্যে ২৪ ঘণ্টায় ১৫৯ জনকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এরা সবাই বিদেশ ফেরত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্য। সিভিল সার্জন দফতরের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জুড়ী (মৌলভীবাজার) : জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, ফ্রান্স ফেরত এক প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
বগুড়া : গত এক সপ্তাহে ৮ নারীসহ ৩০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের সবাই বিদেশ ফেরত। দেশে ফেরার তারিখ থেকে সবাইকে দুই সপ্তাহ বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে পরামর্শ দেয়া হয়েছে।
দেবিদ্বার (কুমিল্লা) : দেবিদ্বারে ২ প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। রোববার দুপুরে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মেদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দপুর (নীলফামারী) : করোনাভাইরাসের শঙ্কায় যাত্রী কমে যাওয়ায় রোববার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট কমিয়ে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২০ মার্চ পর্যন্ত ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর ও ঢাকা-কক্সবাজার রুটে ২০টি ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি। বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : গোমস্তাপুরে ভারত ফেরত ৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে একজন ভারতীয় ও তিনজন বাংলাদেশি।
