উপজেলা পরিষদ উপনির্বাচন
গোয়ালন্দে দুই প্রার্থী মুখোমুখি পাল্টাপাল্টি হামলা ও মামলা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রচার মাইক ভাংচুর ও একজনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় এ হামলা হয়। অপরদিক বিদ্রোহী প্রার্থীর ঘোড়া প্রতীকের নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উভয়পক্ষ মামলা করেছে। ২৯ মার্চ গোয়ালন্দ উপজেলা পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোস্তফা মুন্সির নৌকা প্রতীকের পক্ষে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাজী মনোক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রচারণা চলছিল। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম মণ্ডলের কর্মীরা নৌকার প্রচার মাইক বহনকারী রিকশার গতিরোধ করে মাইক ভাংচুর করে। এ সময় তারা রিকশাচালক বাবু সরদারকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আহত বাবু সরদার ১৪ জনের নাম উল্লেখ এবং আরও ১৫-২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে রোববার গায়ালন্দ ঘাট থানায় মামলা করেন।
অপরদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেবগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব তেনাপচা গ্রামে আবদুল মান্নান মোল্লার বাড়িতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ডলের ঘোড়া প্রতীকের নির্বাচনী ক্যাম্পে হামলা চালায় নৌকা প্রতীকের কর্মীরা। তারা আ. মান্নানসহ তার পরিবারের ৫ জনকে মারধরসহ চেয়ার-টেবিল ভাংচুর করে। এ ঘটনায় আ. মান্নান উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৬-২০ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন। গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
