বুড়িচং উপজেলা সমিতি ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভা
মতিন সভাপতি, শেলী সম্পাদক
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভা শনিবার রাজধানীর ধানমণ্ডি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এমএ মতিন এমবিএ। সাধারণ সম্পাদক এসপি মিজানুর রহমান শেলী ও যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহেরের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক ডা. মোহাম্মদ শরীফ, সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভুইয়া, প্রিন্সিপাল সেলিম রেজা সৌরভ, প্রকৌশলী আবদুল মালিক, প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী, বপেক্স-এর সভাপতি মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আল আমিন, সমিতির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, মিরপুর সিরামিকসের মহাব্যবস্থাপক আমিনুর রহমান, পারটেক্স গ্রুপের সিইও মোহাম্মদ শাহ আলম, সমিতির অর্থ সম্পাদক লায়ন মো. মোস্তফা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাহেদুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক নাসরীন সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এমএ মতিন এমবিএ সভাপতি ও এসপি মিজানুর রহমান শেলী ফের সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, চাকরিজীবী, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার লোক উপস্থিত ছিলেন।
