কারখানা সচল রাখতে কাঁচামালের বিকল্প মজুদ গড়া হবে
শিল্পমন্ত্রী
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন বলেছেন, শুধু চীনে নয়, সারাবিশ্বে এখন বড় আতঙ্ক মরণঘাতক করোনাভাইরাস। বিশ্ব বাজারেও ফেলেছে ব্যাপক প্রভাব। করোনার কারণে বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর কাঁচামাল আমদানি বন্ধ রয়েছে। শিল্প কারখানা সচল রাখতে বিকল্প কাঁচামালের মজুদ গড়ে তোলার বিষয়টি সরকার অধিক গুরুত্ব দিচ্ছে। রোববার বিকেলে ধামরাইয়ের কালামপুরে বিসিক শিল্প নগরীর উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমেদ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন, বিসিক চেয়ারম্যান মোস্তাক হাসান, বিসিক সচিব মোস্তাক হাসান, ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, পৌরমেয়র আলহাজ গোলাম কবির প্রমুখ। ১৯ একর জমির ওপর ধামরাই বিসিক শিল্পনগরী। এখানের ১০৪টি শিল্প প্লটে ও ৭২টি শিল্প ইউনিট রয়েছে। কর্মরত আছেন ৪৫০০ শ্রমিক। ২০০৭ সালে এ শিল্পনগরীর যাত্রা শুরু হয়।
