Logo
Logo
×

খবর

হাতিয়ায় আগ্নেয়াস্ত্র ও রামগতিতে বিপুল অস্ত্র সরঞ্জাম উদ্ধার

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতিতে র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার হয়েছে। এ ঘটনায় ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। র‌্যাব-১১ নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার জসিম উদ্দিন চৌধুরী রোববার দুপুর ১২টায় নোয়াখালী প্রেস ক্লাবে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান, র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ও র‌্যাব সিপিসি-৩ লক্ষ্মীপুর যৌথ অভিযান চালিয়ে হাতিয়ার বয়ারচরের মাঈন উদ্দিন বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে ২টি লাইটগান, ৩টি একনলা বন্দুক উদ্ধার করে। এ সময় অস্ত্র ব্যবসায়ী আনোয়ার হোসেন ও বাবলুকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যমতে লক্ষ্মীপুরের রামগতি বাজারে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালায়। ওয়ার্কশপের আড়ালে এ কারখানায় দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি করা হচ্ছিল। অস্ত্রগুলো নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলার উপকূলীয় বনদস্যু, জলদস্যু গ্রুপ ও চরাঞ্চলের সন্ত্রাসী বাহিনীর কাছে বিক্রি করা হতো।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম