Logo
Logo
×

খবর

শাবির সমাজবিজ্ঞান বিভাগ

ফলাফল বিপর্যয়ে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

Icon

শাবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ধারাবাহিক ফলাফল বিপর্যয়ের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। ফল বিপর্যয়ের কারণে কর্মজীবনে মূল্যায়ন না হওয়ার আশঙ্কায় তিন দফা দাবিতে তারা বিভাগীয় প্রধান অধ্যাপক ড. লায়লা আশরাফুনের কাছে স্মারকলিপি দিয়েছেন। বিভাগের ১৮০ শিক্ষার্থীর স্বাক্ষর সংবলিত স্মারকলিপি রোববার দুপুরে দেয়া হয়।

শিক্ষার্থীদের দাবি তিনটি হল- বিভাগের সার্বিক ফলাফল তদন্ত করা, সম্প্রতি প্রকাশিত ফলাফল পুনর্মূল্যায়ন করে নতুনরূপে প্রকাশ ও সমাজবিজ্ঞান সমিতিকে কার্যকর করা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সমাজবিজ্ঞান বিভাগে ধারাবাহিকভাবে ফল বিপর্যয় চলমান রয়েছে যা খুবই হতাশাজনক। এ ফলাফল দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তুলনায় খুবই নিুমানের।

এদিকে রোববার বিভাগে তিনটি ব্যাচের ফলাফল দেয়া হলে ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। নোটিশ বোর্ডে টানানো ২০১৫-১৬, ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ সেশনের সিজিপিএ বিশ্লেষণ করে দেখা গেছে, তিন ব্যাচের ১৭২ জন শিক্ষার্থীর মধ্যে কেউই সিজিপিএ ৩.৭৫ কিংবা তার বেশি পায়নি। শুধু একজন শিক্ষার্থী সিজিপিএ ৩.৫৩ পেয়েছে। দেশের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে এখন সিজিপিএ ৩.৫০

এর নিচে পেলে শিক্ষকতা করার কোনো সুযোগ থাকে না। এছাড়া এ ফলাফলে সিজিপিএ ৩.২৫ কিংবা এর উপরে পেয়েছে মাত্র ২২ জন। বাকি ১৪৮ শিক্ষার্থী সিজিপিএ ২.২৫ থেকে ৩.২৫ এর মধ্যে রয়েছেন। শিক্ষার্থীরা ফল

পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন। দাবি না মানলে তারা ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। বিভাগীয় প্রধান অধ্যাপক ড. লায়লা আশরাফুন

বলেন, স্মারকলিপি পেয়েছি। বিভাগের শিক্ষকদের সঙ্গে বৈঠক করে এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ফল বিপর্যয়ের বিষয়ে তিনি বলেন, শিক্ষকরা কে কত মার্কিং করবেন তা তো বলে দিতে পারি না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম