পরিচয় মিলল ৩ বছর পর
ধলেশ্বরীতে উদ্ধার লাশ শিবচরের এনায়েতের গ্রেফতার দুই
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফতুল্লায় ধলেশ্বরী থেকে তিন বছর আগে উদ্ধার অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম এনায়েত (২৭)। তিনি মাদারীপুর জেলার শিবচর থানার মাদবরচর গ্রামের মো. ইয়াছিনের ছেলে। ফতুল্লার বিসিকে গার্মেন্টে চাকরি করতেন। এদিকে এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে সিআইডি। তারা হল ইমরান ও ফরিদুল। ইমরান গাইবান্ধার পলাশবাড়ী মনোহরপুর এলাকার জাহিদুল ইসলামের ছেলে, আর ফরিদুল একই এলাকার ইউনুস মিয়ার ছেলে। রোববার বিকালে সিআইডির এএসপি মো. হারুন অর রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, ২০১৭ সালের ৩ মে দুপুরে বক্তাবলি পূর্ব গোপালনগর আরবিএম ইটভাটার পশ্চিম পাশে ধলেশ্বরী নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ফতুল্লা থানায় মামলা হয়। থানা পুলিশ তদন্ত করে পরিচয় উদ্ঘাটন ও আসামি শনাক্ত করতে না পারায় পরে সিআইডিকে মামলাটির তদন্তভার দেয়া হয়। তিনি জানান, ঘটনার তিন বছর পর সিআইডির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. বাবুল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় ১০ মার্চ রাতে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর তোতা মিয়া বয়াতির বাড়ি থেকে ইমরান হোসেন ওরফে ঈমান (২২) ও কেরানীগঞ্জ রুহিতপুর আবদুল খালেকের বাড়ি থেকে ফরিদুল ইসলাম ওরফে রাসেলকে (২৬) আটক করে।
