যশোরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি নিহত
যশোর ব্যুরো
প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি নিহত হয়েছে। তার নাম জহুরুল ইসলাম (৪০)। রোববার ভোরে চৌগাছা উপজেলার মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে একটি পিস্তল, একশ’ বোতল ফেনসিডিল ও গুলির খোসা পেয়েছে। জহুরুল একই উপজেলার আন্দুলিয়া গ্রামের প্রাইমারি স্কুলপাড়ার গোলাম হোসেনের ছেলে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে এমন খবর পেয়ে গাবতলা এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।
