Logo
Logo
×

খবর

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু

চুয়াডাঙ্গায় বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

চুয়াডাঙ্গায় পুলিশ হেফাজতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার সকালে তারা জেলা শহরে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন করেছে। তারা জাহিদুল ইসলাম হত্যার বিচার দাবি করে। জাহিদুলের লাশ ময়নাতদন্ত শেষে দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মৃত্যুরহস্য উন্মোচন ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তুলেছে জাহিদুলের পরিবার। জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে জাহিদুল ইসলামকে (৪৫) শনিবার বিকালে আটক করে থানা পুলিশ। ঘণ্টা দুয়েকের মাথায় মারা যান তিনি। পরিবারের অভিযোগ, পুলিশ তাকে পিটিয়ে মেরে ফেলেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, স্ট্রোকে আক্রান্ত হয়ে জাহিদুল মারা গেছেন। এ নিয়ে রোববার সকাল সাড়ে ৯টায় জেলা শহরে বিক্ষোভ করে জাহিদুল ইসলামের এলাকার লোকজন। সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা সদর হাসপাতাল এলাকায় গিয়ে জাহিদুলের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে মৃত্যুরহস্য।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম