Logo
Logo
×

খবর

মানিকগঞ্জে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জে তানভীর ইসলাম নামে এক ছাত্রলীগ কর্মীকে অভ্যন্তরীণ বিরোধের জেরে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। রোববার বেলা ১২টায় জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের কাছে এ ঘটনা ঘটে। তানভীরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিফাত কোরায়শি সুমন ও মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহার অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলে আসছে। এর জেরে দুপুরে সিফাতের অনুসারী তানভীরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিফাত কোরায়শি সুমন জানান, তাপসের অনুসারী পাপ্পু ঘোষের নির্দেশে শোয়েব আফসান, মুন্না, শিশির, সাইফুল ও সামিসহ ২০-২২ জন তানভীরের ওপর চড়াও হয় এবং কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় তারাসহ ১৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তাপস সাহা বলেন, এ ঘটনার সঙ্গে তার অনুসারীদের কেউ জড়িত নন। প্রতিহিংসার জেরে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম