মহেশখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মহেশখালী প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের মহেশখালীতে কথা কাটাকাটির জের ধরে ৫৭ বছর বয়সী এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কালারমার ছড়া এলাকায় একদল সন্ত্রাসী বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার পর আজ শুক্রবার সন্ধ্যায় চমেক হাসপাতালে তার মৃত্যু হয়। মহেশখালী থানার অফিসার ইন-চার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের ছেলে মোহাম্মদ মামুন জানান, উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ফকিরজোম পাড়া গ্রামে তাদের একটি ছোট মুদির দোকান আছে। সম্প্রতি করোনা ইস্যুতে তাদের এ দোকান বন্ধ ছিল। দোকানে বসতেন তার বাবা মনসুর আলম প্রকাশ রাসু (৫৭)। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দোকান খুলতে গেলে একই এলাকার বিভিন্ন মামলার আসামি মোজাম্মেল হক, সেলিম বাদশা ও আবু বক্করের নেতৃত্বে একদল লোক তাকে বাধা দেয় এবং দোকান খুলতে চাইলে ৫০ হাজার টাকা তাদের দিতে হবে বলে দাবি করে।
