Logo
Logo
×

খবর

অ্যান্ট্রি ভাইরাল ড্রাগ ফেভিপিরাভির তৈরি করেছে বীকন

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশে প্রথম অ্যান্ট্রি ভাইরাল ড্র্যাগ ফেভিপিরাভির তৈরি করেছে। ওষুধটি জাপানে প্রথম ২০১৪ সালে তৈরি করেছিল ফুজি ফিল্ম তোয়ামা কেমিক্যাল কোম্পানি। যা ইবোলা চিকিৎসায় ব্যবহৃত হয়েছে। ব্রড স্পেকট্রাম অ্যান্ট্রি ভাইরাল কার্যকারিতার জন্য এটি কোভিড-১৯ রোগীর চিকিৎসায় পরীক্ষামূলকভাবে উহান ও শেনজেনে চাইনিজ মেডিকেল অথরিটি ব্যবহার করেছে। অ্যান্ট্রি ভাইরাল ড্রাগ ফেভিপিরাভির কোভিড-১৯ রোগের চিকিৎসার সময় কমাতে ও ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছে। ক্লিনিক্যাল রিপোর্টে দেখা গেছে, প্রায় ৩৪০ জন রোগীর ওপর ওষুধটি ব্যবহৃত হয়েছে। এ বছরের ২৮ মার্চ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, কোভিড-১৯ চিকিৎসায় জাপানের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টে ওষুধটি অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করা হবে। আরও কয়েকটি দেশ পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফল পেয়েছে। এতে ওষুধটি আশার আলো জাগিয়েছে। বীকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ এবাদুল করীম এমপি জানিয়েছেন, আমরা ফেভিপিরাভির প্রথম ব্যাচ তৈরি করেছি। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকের কাছে কোভিড-১৯ এ ট্রায়ালের জন্য হস্তান্তর করেছি। সংবাদ বিজ্ঞপ্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম