দোহারে নদী ভাঙনে দুস্থদের খাদ্য উপহার দিলেন সালমা ইসলাম এমপি
যুগান্তর রিপোর্ট, নবাবগঞ্জ
প্রকাশ: ১৯ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার দোহার উপজেলায় মঙ্গলবার নদী ভাঙন কবলিত হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোকে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন যমুনা গ্রুপের ভাইস চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।
এ সময় সালমা ইসলাম এমপি জাতীয় পার্টির নেতাকর্মীদের মাধ্যমে দোহারবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও করোনার মহামারী মোকাবেলায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। তিনি সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে দোহারবাসীকে পাঠানো এক বার্তায় বলেন, ‘আমি বিগত সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্ননে কাজ করেছি। সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও আপনাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকব ইনশাআল্লাহ।’
বিগত বছরগুলোতে এ অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে আমার স্বামী যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও আমি সালমা ইসলাম অংশগ্রহণ করেছি, যা আপনারা অবগত আছেন।
মঙ্গলবার সকাল থেকে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির পক্ষে সরকারি নির্দেশনা ও সামাজিক দূরত্ব বজায় রেখে দোহারের মাহমুদপুর, নয়াবড়ি, কুসুমহাটী, রাইপাড়া, ইউনিয়নের অসহায় পরিবারে মধ্যে চাল, সেমাই, চিনি, পিঁয়াজসহ পোলাওয়ের চালের প্যাকেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মশিউর রহমান, দোহার উপজেলা জাতীয় পার্টির নেতা ডা. আলাউদ্দিন আল আজাদ, যুব নেতা যুবরাজ আহমেদ নাজিম, ডা. শহিদুল ইসলাম, জসিম উদ্দিন পান্নু, ডা. সাইজ উদ্দিন, জানে আলম, হায়াত আলী, মো. শহিদ প্রমুখ।
