রংপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষে আহত গৃহবধূর মৃত্যু
রংপুর ব্যুরো
প্রকাশ: ১৯ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের মিঠাপুকুরের ময়েনপুর পূর্বপাড়া গ্রামে গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত গৃহবধূ পিয়ারী বেগম মারা গেছেন। সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, পূর্ব থেকে একটি অছিয়ত নামার জমি নিয়ে ওই এলাকার সিরাজুল ইসলামের সঙ্গে আনোয়ারুল ইসলামের পরিবারের বিরোধ চলছিল। এ নিয়ে থানায় একাধিক মামলা-মোকদ্দমা আছে। শনিবার সিরাজুল ইসলামের বসতভিটার একটি গাছ জোর করে কাটতে যায় আনোয়ারুল, তার ছেলে সাগর ও স্ত্রী শাহিনূরসহ বেশ কয়েকজন। এতে বাধা দেয় সিরাজুল, তার স্ত্রী পিয়ারী বেগমসহ অন্যরা। এ সময় আনোয়ারুল ও তার লোকজন পিয়ারী বেগমের মাথায় ঘরের খুঁটি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাতে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, আমরা বিষয়টি তদন্ত করছি। নিহতের স্বামী সিরাজুল ইসলাম মামলার প্রস্তুতি নিয়েছেন।
