রংপুরে সাবেক অডিট অফিসার খুন, আটক গৃহপরিচারিকা
রংপুর ব্যুরো
প্রকাশ: ১৯ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক অডিট অফিসার মিনু বেগম (৬৫) খুন হয়েছেন। মঙ্গলবার সকালে নগরীর মুলাটোল গলির নিজ বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে পুলিশের ধারণা। অনেক আগে তার স্বামীর মৃত্যু হয়েছে। পাশের এলাকায় একমাত্র মেয়ের বিয়ে দেয়ার পর তিনি বাড়িতে একাই থাকতেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গৃহপরিচারিকাকে আটক করে থানায় নিয়ে গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো গৃহপরিচারিকা বাড়িতে এসে দরজা খোলা অবস্থায় দেখেন।
