Logo
Logo
×

খবর

রংপুরে করোনা নেই বাড়ি ফিরলেন পুলিশ সুপারসহ ১১ জন

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৯ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে আরও ১১ জন বাড়ি ফিরলেন। এ ১১ জন ব্যক্তির নেগেটিভ রিপোর্ট পাওয়ায় মঙ্গলবার তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা তাদের শুভেচ্ছা জানান।

ছাড়পত্র প্রাপ্তরা হলেন, রংপুরের পীরগাছা উপজেলার সুমি বেগম (২৯) ও হাসিনা বেগম (৩০), মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (২৫), রংপুর শহরের নসিরন বেগম (৮০), এসআই রফিকুল ইসলাম, পুলিশ সদস্য রুহুল আমিন (৩৫), জহরুল ইসলাম (২৩), রুহুল আমিন (২৪) ও আনসার সদস্য আল মামুন (২৮) এবং রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরএফএফ) কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মেহেদুল করিম (৪৮) এবং তার স্ত্রী বেগম হাওয়া বিবি (৩৭)।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবী জানান, এ ১১ জন ব্যক্তির শরীরে কোভিড-১৯’র উপসর্গ না থাকায় এবং পরপর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় মঙ্গলবার তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। নসীরন ৯ মে, সুমি বেগম ১১ মে, রুহুল আমিন, জহরুল ইসলাম, রুহুল আমিন, আল মামুন, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম ও হাসিনা ১২ মে এবং মেহেদুল করিম ও হাওয়া বিবি ১৪ মে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে মোট ৪৭ জন এ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে ৩৪ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম