Logo
Logo
×

খবর

চাঁদপুরে সাবেক আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

চাঁদপুরে আজিজুর রহমান ভুট্টো নামে এক সাবেক আওয়ামী লীগ নেতাকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। ঘটনা ঘটেছে সোমবার রাত পৌনে ১১টায় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামে। আজিজুর রহমান শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুজ্জামান পাটওয়ারী জানান, সোমবার বিকালে তিনি আজিজুর রহমানের কুমারডুগীর সারের দোকানে যান। সেখান থেকে দু’জন নিজ নিজ মোটারসাইকেলে বাকিলা বাজারে গিয়ে বাচ্চার জন্য কেনাকাটা করেন। এরপর আজিজুর রহমানকে কুমারডুগির বাড়ির সামনে পৌঁছে দিয়ে মহামায়ার নিজ বাড়িতে চলে যান। স্বজনদের ধারণা- পথে সন্ত্রাসীরা তার শরীরে আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এরপর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম