পরিবহন শ্রমিকদের মাঝে বিপ্লব বড়ুয়ার ত্রাণ বিতরণ
সাতকানিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঈদ উপলক্ষে করোনার এ ক্রান্তিকালে উপহার হিসেবে সাতকানিয়ার পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। মঙ্গলবার সাতকানিয়া পৌরসভা আলিয়া মাদ্রাসা মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা।
প্রায় দু’মাস ধরে লকডাউনের কারণে সংকটে পড়া এসব পরিবহন শ্রমিক খাদ্য সহায়তা পেয়ে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেন, করোনা দুর্যোগের কারণে গণপরিবহন বন্ধ থাকায় পরিবহন শ্রমিকরা খুব সংকটে পড়েছে। কর্মহীন মানুষ যেন ত্রাণ পায় সে ব্যাপারে সবাই সজাগ ছিল। দেশের এ দুর্যোগময় পরিস্থিতিতে ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আপনাদের সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে।
করোনা দুর্যোগের শুরু থেকেই সাতকানিয়া-লোহাগাড়ার সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এলাকার খোঁজখবর রেখেছেন। সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের নমুনা দ্রুত পরীক্ষার ব্যবস্থা, ত্রাণ বিতরণ কার্যক্রম, টিসিবির আওতায় স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রির ব্যবস্থা করেছেন।
