Logo
Logo
×

খবর

৩৭৮ দিনে নিহত ৩১৩২

তিন জেলায় সড়কে গেল ৪ জনের প্রাণ

অল্পের জন্য রক্ষা পেলেন পরিকল্পনামন্ত্রী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

তিন জেলায় সড়কে গেল ৪ জনের প্রাণ

দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের। তাদের মধ্যে মানিকগঞ্জে ট্রাকচাপায় দু’জন, ফরিদপুরের চরভদ্রাসনে মোটরসাইকেল আরোহী ও কুমিল্লার চান্দিনায় একজন নিহত হন। এছাড়া কিশোরগঞ্জের ভৈরবে অল্পের জন্য রক্ষা পেলেন পরিকল্পনামন্ত্রী। এ নিয়ে ৩৭৮ দিনে ঝরল ৩১৩২ প্রাণ। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-

মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজান এলাকায় বুধবার বেলা ১১টায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ নিহত দু’জনের পরিচয় জানাতে পারেনি পুলিশ। একই মোটারসাইকেল আরোহী আহত টিটুকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরের রামচন্দ্রপুরে।

চরভদ্রাসন (ফরিদপুর) : চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের সর্দারবাড়ী গ্রামে বুধবার দুপুরে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক শেখ সুজন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পাশের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের চররামনগর গ্রামের শেখ জলিলের ছেলে। দুর্ঘটনার শিকার মোটরসাইকেলের আরেক আরোহী রাশেদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চান্দিনা (কুমিল্লা) : চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের সিংআড্ডা এলাকায় বুধবার সকালে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. আরমান নামে একজন নিহত ও একজন আহত হন।

নরসিংদী ও ভৈরব (কিশোরগঞ্জ) : নরসিংদীর রায়পুরায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের গাড়ির সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহত হয়নি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে মন্ত্রীকে বহনকারী গাড়িটি। বুধবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারসহ চালককে আটক করে। পরে পুলিম বাদী হয়ে মামলা করে।

দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম