Logo
Logo
×

খবর

সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ

খুলনায় ব্যাংক কর্মকর্তার জামিন নামঞ্জুর

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২০ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

খুলনায় সোনালী ব্যাংকের ১০১ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে প্রায় সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মাহফুজুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতে (ভার্চুয়াল কোর্ট) জামিনের আবেদন করলে বিচারক জিয়া হায়দার বুধবার দুপুরে জামিন নামঞ্জুর করেন। সোনালী ব্যাংকের ওই কর্মকর্তা ব্যাংকের বাগেরহাট শাখায় কর্মরত ছিলেন। এর আগে ১২ জানুয়ারি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠান। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। একই মামলায় সোনালী ব্যাংকের বাগেরহাট শাখার সাবেক ব্যবস্থাপক শেখ মুজিবুর রহমান, জুনিয়র অফিসার জাহাঙ্গীর হোসেন খলিফা ও লায়লা বেগমসহ ১৫ জন আসামি রয়েছেন। জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৫ সালে ১০১ জন গ্রাহকের অজান্তে তাদের নামে ৪ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৪৫৩ টাকা ঋণ মঞ্জুর করে তা আত্মসাৎ করেন। ঘটনা জানাজানি হলে ব্যাংকের অনুকূলে আসামিরা ৩৬ লাখ ৮১ হাজার টাকা ফেরত দেয়। তবে অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক খান বাবলুর রহমান বাগেরহাট থানায় মামলা করেন। পরে বিষয়টি তদন্ত করে দুদক আদালতে অভিযোগপত্র দেয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম