Logo
Logo
×

খবর

সিলেট ছেড়েছেন আরও শতাধিক ব্রিটিশ নাগরিক

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২০ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিলেট ছেড়েছেন আরও শতাধিক ব্রিটিশ নাগরিক। সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন যাবেন তারা। বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে তাদের ঢাকা নেয়া হয়।

সূত্র জানায়, করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরাতে আরও ৩টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এসব ফ্লাইটে ৯ শতাধিক ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্য ফিরে যাবেন। বাকি দুটি ফ্লাইট ২৬ ও ৩১ মে সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন যাবে। এ নিয়ে বাংলাদেশ থেকে ১২টি চার্টার্ড ফ্লাইটে ২ হাজার ৮০০’র বেশি নাগরিককে ফিরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। এর আগে বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে দুই দফায় ৯টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। করোনাভাইরাসের প্রসারের পর থেকেই ব্রিটিশ সরকার নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়ার উদ্যোগ নেয়। বিদেশি নাগরিকরা বাংলাদেশ ছাড়তে চাইলে তাদের চার্টার্ড ফ্লাইট ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম