প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
গৌরীপুরে তালিকায় অনিয়মের অভিযোগ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুরে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা দেয়ার তালিকায় অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই পরিবারের একাধিক ব্যক্তি ও সম্পদশালীদের নামও তালিকায় রয়েছে। এদিকে রংপুরের পীরগঞ্জে বিশেষ খাদ্য সহায়তা সামগ্রী নয়ছয় করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-
গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে বিশাল সম্পদের মালিকের নাম পাওয়া গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগদ সহায়তার তালিকায়। চেয়ারম্যানের বিরুদ্ধে রয়েছে স্বজনপ্রীতি, ওয়ার্ডভিত্তিক বণ্টনে অনিয়ম ও একই পরিবারে রয়েছে একাধিক তালিকাভুক্তির অভিযোগ। এ ধরনের একটি বিষয়ে অভিযোগ করেন ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ। অভিযোগ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর জানান, কোনো অনিয়ম-দুর্নীতি হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। জানা যায়, মাওহা ইউনিয়নে ১নং ওয়ার্ডের ধারাকান্দি গ্রামের মৃত গফুর আলীর ছেলে মো. মজিবুর রহমান (তালিকায় ক্রমিক নং ২৪০), মজিবুর রহমানের স্ত্রী মোছা. মনোয়ারা (২৪১), তার দু’ভাই সাইফুল মিয়া (২৪২), বাবুল মিয়া (২৪৫), তার মা ফুলবানু (৩৫৭) নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুরূপভাবে ধারাকান্দি গ্রামের মৃত আবু চাঁনের মো. বাচ্চু মিয়া (ক্রমিক নং ২৬১), তার কলেজপড়ুয়া ছেলে মহসিন আলম (২৬২), এ গ্রামের মৃত হাছেন আলীর স্ত্রী মোছা. রাজু (ক্র.নং ৩৫৩), তার ছেলে মো. হারুন (৩৫৯), হারুনের ছেলে মো. জিলহত (৩৫৪) ও মো. সুজন মিয়া (২৩৯) নাম রয়েছে।
পীরগঞ্জ (রংপুর) : পীরগঞ্জে জানুয়ারি মাসে বরাদ্দ আসা প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য সহায়তা সামগ্রীর ৩শ’ প্যাকেট নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে উপজেলা ত্রাণ বিভাগ এ ত্রাণ বিতরণ করেছে বলে দাবি করেছে। জেলা ত্রাণ দফতর থেকে ৩শ’ প্যাকেট উন্নতমানের খাদ্যসামগ্রী পীরগঞ্জে বরাদ্দ আসার পর হদিস মিলছে না। চলতি বছরের ২ জানুয়ারি রংপুর জেলা ত্রাণ দফতর থেকে পীরগঞ্জ উপজেলায় ৩শ’ প্যাকেট খাদ্যসামগ্রী বরাদ্দ আসে। প্রতিটি প্যাকেটে সাড়ে ১৬ কেজি ওজনের খাদ্যসামগ্রী ছিল।
