Logo
Logo
×

খবর

সিলেটের ‘পাথর খেকো’ আঞ্জু গ্রেফতার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২০ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘পাথর খেকো’ আঞ্জু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক খুন, চাঁদাবাজিসহ মোট ১৬টি মামলা রয়েছে। আঞ্জু কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর নারায়ণপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের পাঠানো বার্তায় বলা হয়, মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ জেলা ডিবির সহায়তায় সিলেট নগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আঞ্জুর বিরুদ্ধে কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলার পাথর কোয়ারির পরিবেশ ধ্বংস করে পাথর উত্তোলন, কোয়ারিতে একাধিক শ্রমিক খুন, চাঁদাবাজিসহ মোট ১৬টি মামলা রয়েছে। মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম