Logo
Logo
×

খবর

করোনায় যমুনা গ্রুপের ব্যাপক সহযোগিতা মানুষকে আশাবাদী করেছে

-আ স ম রব

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনায় যমুনা গ্রুপের ব্যাপক সহযোগিতা মানুষকে আশাবাদী করেছে

করোনার ভয়াবহতার মধ্যে ব্যাপক সহযোগিতা করায় যমুনা গ্রুপকে অভিনন্দন জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, করোনাভাইরাস বাংলাদেশে সংক্রমিত হওয়ার পর থেকে যমুনা গ্রুপ রাষ্ট্রীয় এবং সামাজিক পর্যায়ে যে সহযোগিতার প্রমাণ রেখেছে তা খুবই আশাব্যঞ্জক।

করোনার বিস্তার রোধে বিভিন্ন সংস্থায় নিরাপত্তা সামগ্রী প্রদান এবং নিরন্ন অসহায় মানুষদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ প্রদানসহ বহুমুখী কাজে যমুনা গ্রুপের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা দেশবাসীকে খুবই আশাবাদী করেছে। অন্যদিকে যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রাইভেট সেক্টরে দেশে সর্ববৃহৎ হাসপাতাল স্থাপনের যে ঘোষণা দিয়েছেন তা খুবই গণমুখী পদক্ষেপ। এটি বাস্তবায়ন হলে দেশের মানুষের চিকিৎসার বিশাল সুযোগ সৃষ্টি হবে। দেশের বৃহত্তম শিল্প গোষ্ঠীর এ ধরনের মানবিক পদক্ষেপ অনুকরণীয় হয়ে থাকবে। দেশ ও জনগণের প্রতি ভবিষ্যতেও যমুনা গ্রুপের সহযোগিতা অব্যাহত থাকবে- এ প্রত্যাশা করছি।

করোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম