মাশরাফিকে নিয়ে ফেসবুকে কটূক্তি থানায় অভিযোগ
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি মুর্তজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় কুমিল্লার তিতাস থানায় অভিযোগ করা হয়েছে।
তিতাস উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রোববার এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তিতাস উপজেলার মোহনপুর গ্রামের জুলহাস মিয়ার ছেলে সৌদি প্রবাসী জুয়েল এবং দক্ষিণ আকালিয়া গ্রামের আ. হাকিমের ছেলে মালয়েশিয়া প্রবাসী শাহাদাৎ হোসেন টিটন তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে মাশরাফিকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেন।
অভিযোগকারী তিতাস উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, ফেসবুকে একজন সংসদ সদস্যকে হেয়প্রতিপন্ন করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার জন্যই থানায় অভিযোগ করেছি।
