Logo
Logo
×

খবর

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকরের কুমিল্লায় যোগদান

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৪ জুন ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকরের কুমিল্লায় যোগদান

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মঙ্গলবার জেলা প্রশাসন কুমিল্লায় যোগদান করেছেন আবুবকর সরকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ এর আদেশ মূলে মো. আবুবকর সরকারকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল। পরবর্তীতে ২১ জুন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. আবুবকর সরকারকে কুমিল্লায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কুমিল্লা জেলা প্রশাসনে পদায়ন করা হয়েছে। ৩৫তম বিসিএস’র মাধ্যমে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।

আবুবকর বীর মুক্তিযোদ্ধা মো. আ. রউফ সরকারের ছেলে। বাড়ি গাজীপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ হতে অনার্স ও মাস্টার্স করেন।

আবুবকর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম