চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু
করোনামুক্ত হয়েছিলেন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ জুন ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম ডা. শহিদুল আনোয়ার (৬২)। বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চক্ষু বিশেষজ্ঞ এ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেও হার্টের জটিলতাসহ কিছু শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, ‘ডা. শহিদুলের প্রথমে করোনা পজিটিভ এলেও পরে নেগেটিভ এসেছিল। কিন্তু পরে তার হার্ট ও ডায়াবেটিসহ আরও কিছু শারীরিক সমস্যা দেখা দেয়।’
ডা. শহিদুল নগরীর চান্দগাঁও এলাকার বণি হাসান চক্ষু হাসপাতালের কনসালট্যান্ট ছিলেন। জামালখান এলাকায় তার চেম্বার ছিল। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। এর আগে বুধবার দুপুরে নগরীর বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চমেকের সহযোগী অধ্যাপক সামিরুল ইসলাম।
তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেও পরে ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে।
