Logo
Logo
×

খবর

বাজেটে মানবসম্পদ খাতে ১,৪০,২২২ কোটি টাকা বরাদ্দ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বাজেটে মানবসম্পদ খাতে ১,৪০,২২২ কোটি টাকা বরাদ্দ

বিএইচবিএফসি’র চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন সম্প্রতি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন আয়োজিত ন্যাশনাল বাজেট ২০২০-২১ ফ্রম এইচআরডি পার্সপেক্টিভ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে বক্তব্য রাখেন।

ড. সেলিম বলেন, অর্থনীতির প্রায় সব খাত কোভিড-১৯ এর কারণে অস্বাভাবিক, অনিশ্চিত, বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মানবসম্পদের গুরুত্ব অনুধাবন করে চলতি অর্থবছরের বাজেটে যথাযথ বরাদ্দ দেয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ২০২০-২১ অর্থবছরের জন্য সামাজিক অবকাঠামোর অধীনে মানবসম্পদ সম্পর্কিত মোট বরাদ্দ ১,৪০,২২২ কোটি টাকা- যা মোট বাজেটের ২৪.৬৯ শতাংশ।

বক্তব্য রাখেন মোশারফ হোসেন ভূঁইয়া, সাবেক সিনিয়র সচিব, প্রফেসর ড. ফরিদ এ সোবহানী, প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান, প্রোভিসি মো. জসিম উদ্দিন আকন্দ, ড. হাসানান আহমেদ, অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন, মঈনুদ্দিন চৌধুরী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

বাজেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম