খাগড়াছড়িতে পিসিপি নেতা গুলিবিদ্ধ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সাবেক নেতা উষা মারমাকে (২৬) লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা।
শনিবার সকালে শিলাছড়ি এলাকা তংতুল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ উষা মারমাকে (২৬) মারাত্মক আহত অবস্থায় দ্রুত লক্ষ্মীছড়ি হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান।
লক্ষ্মীছড়ি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, তার ডান পায়ে ২টি গুলি লেগেছে। এখানে আধুনিক সরঞ্জামাদি না থাকায় চমেক পাঠানো হয়েছে। হাসপাতালে আসার আগে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তংতুল্লাপাড়ায় একটি চায়ের দোকানে আড্ডারত অবস্থায় একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছুড়লে পালানোর সময় উষা মারমা গুলিবিদ্ধ হয়। উষা মারমা তংতুল্লাপাড়ার কংচাইরি মারমার ছেলে। গুলিবিদ্ধ উষা মারমা পাহাড়ি ছাত্র পরিষদের নেতা ছিলেন। তবে এখন কোনো পার্টির সঙ্গে জড়িত নয় বলে নিকটাত্মীয়রা জানান। লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ূন কবীর জানান, পুলিশ ফোর্স পাঠিয়ে এলাকায় নিরাপত্তা জোড়দার করা হয়েছে।
