হিন্দু মহাজোটের মানববন্ধন
তপনের ঘাতকদের সাত দিনের মধ্যে গ্রেফতার দাবি
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ওপর ‘ক্রমাগত নির্যাতন নিপীড়নের প্রতিবাদে’ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু মহাজোট।
এ সময় সংগঠনের নেতারা ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায় স্বর্ণ ব্যবসায়ী তপন কর্মকারকে হত্যা ও তার বড় ভাইয়ের স্ত্রীকে শ্লীলতাহানিতে জড়িতদের সাত দিনের মধ্যে গ্রেফতারের দাবি জানান।
অন্যথায় সারা দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন। তপন কর্মকারের মা ও দুই বোন মানববন্ধনে উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সহসভাপতি প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ ভট্টাচার্য, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ডিকে সমির, ঢাকা জেলা সাধারণ সম্পাদক গোপাল পাল, হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের সভাপতি অখিল বিশ্বাস ভৌমিক, সাংগঠনিক সম্পাদক শিপন কুমার সাহা, শ্যামপুর থানা সাধারণ সম্পাদক বিমল হরিজন, হিন্দু যুব মহাজোটের সহসভাপতি গৌতম সরকার, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ বল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সারা দেশে হিন্দুদের ওপর নানাভাবে নিপীড়ন নির্যাতন ও জমি দখলকারীদের দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান।
অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, তপন কর্মকারের একটি মার্কেট দখল করার জন্য সস্ত্রাসীরা এ কাজ করেছে। এরই মধ্যে সন্ত্রাসী রফিক তালুকদার দুটি দোকান দখলে নিয়েছে। তা উদ্ধারের চেষ্টা করার কারণেই তপনকে জীবন দিতে হল।
