মারুফের মৃত্যুতে চট্টগ্রাম বিএনপি নেতাদের শোক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আগ্রাবাদ এলাকায় বৃহস্পতিবার রাতে ডবলমুরিং থানা পুলিশের অভিযান চলাকালীন মা-বোনকে নির্যাতনের পর কিশোর সালমান ইসলাম মারুফের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতারা। শনিবার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। এদিকে ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট শনিবার রাতে দেয়ার কথা।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলম প্রদত্ত বিবৃতিতে বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশকে এত বেশি সুযোগ-সুবিধা তৈরি করে দিয়েছে যে, পুলিশ যখন যা ইচ্ছা তাই করছে। যাকে তাকে ধরে নিয়ে গিয়ে হেনস্তা করছে। তারা এখন পুলিশের নিয়মনীতি ও আইনের তোয়াক্কা করছে না।
