মুক্তিযোদ্ধা গেজেট বাতিল আরও ১৩৪ জনের
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আরও ১৩৪ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করেছে সরকার। ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২’ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৬ ও ৬৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক এসব গেজেট বাতিল করা হয়েছে। গেজেট বাতিল করে সম্প্রতি গেজেট জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ৭ জুন বিমানবাহিনী ও বিজিবির এক হাজার ১৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
বেসামরিক গেজেট বাতিল হওয়া ৩৫ জনের মধ্যে রয়েছেন পাবনার ইসরাইল, জাহাঙ্গীর আলম, ইয়াকুব আলী, আকতার আলী রাঙ্গা, আমিরুজ্জামান খান খোকা ও আবু তাহের, ফজলুর রহমান, নওশের আলী, আ. জলিল শেখ, আজিজুর রহমান ও মজিবুর রহমান। কুমিল্লার শামছুল হক, ঠাকুরগাঁয়ের আবদুর রহমান, নরসিংদীর সিরাজুল ইসলাম, ফরিদপুরের সুশীল কুমার পাল, নওগাঁর আনিসুর রহমান ও লক্ষ্মীপুরের আবুল কালামের গেজেট বাতিল করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের আবুল কালাম, আবদুর রহমান, আলী হোসেন, শাহাব উদ্দিন, লিয়াকত আলী, আবদুল বাতেন, ইছাক মিয়া, নূর মোহাম্মদ মোল্লা, গিয়াস উদ্দিন, খন্দকার আবু জাফর, কামাল হোসেন ও শফিকুর রহমান বেপারির মুক্তিযোদ্ধা গেজেটও বাতিল হয়েছে।
গেজেট বাতিলের তালিকায় আছেন চাঁদপুরের সুলতান আহাম্মদ তপাদার ও ইলিয়াস খান। এছাড়া সেনাবাহিনীর ৩৯ জন, বেসামরিক আরও ৪৭ জন, বিজিবির ৮ জন ও আনসারের ৩ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে।
