ভাইয়ের জানাজায় অংশ নিতে আজ কিশোরগঞ্জ আসছেন রাষ্ট্রপতি
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছোট ভাই ও সহকারী একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাইয়ের জানাজায় অংশ নিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ দুপুরে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সদরের পৈতৃক বাড়ি কামালপুরে আসছেন। রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক এমপি ও জেলা প্রশাসন শনিবার সন্ধ্যায় যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক এমপি বলেন, রোববার বাবার উপস্থিতিতে জানাজা শেষে কামালপুরে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় চাচাকে (আবদুল হাই) দাফন করা হবে।
অধ্যাপক আবদুল হাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার রাত ১টায় মারা যান। হিমাগারে রাখা তার লাশ আজ রাষ্ট্রপতির হেলিকপ্টার বহরেই কামালপুরে নেয়া হবে। বাদ জোহর নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।
কামালপুর গ্রামের হাজী তায়েব উদ্দিন ও তমিজা খাতুনের সন্তান আবদুল হাই এক সময় মিঠামইন কলেজে অধ্যাপনা করতেন। সবশেষ তিনি বড় ভাই আবদুল হামিদের সহকারী একান্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন।
