Logo
Logo
×

খবর

ষড়যন্ত্র থেকে রক্ষার দাবি

ফরিদপুরে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রুকসুর সাবেক এজিএস জামাল হোসেন মিয়া এবং তার সহোদর ফরিদপুর জেলা পরিষদ সদস্য কামাল হোসেন মিয়া এলাকায় নব্য আওয়ামী লীগারদের ষড়যন্ত্রের শিকার। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাদের মা তালমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসা. দেলোয়ারা বেগম। শনিবার বেলা ১১টায় ফরিদপুর শহরে এক সংবাদ সম্মেলনে তিনি নানা অভিযোগ এনে এর প্রতিকার চেয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে দেলোয়ারা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগ নেতা জামাল হোসেন মিয়া। এতে বলা হয়, আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু শহীদ মিয়া তালমা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মুক্তিযুদ্ধকালীন নগরকান্দা উপজেলার কমান্ডার ছিলেন। আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ করি। আমার ছেলে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক। এছাড়া সে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। আমার আরেক ছেলে কামাল হোসেন মিয়া ফরিদপুর জেলা পরিষদ সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে ভূমিকা রেখেছি। বিগত উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মনিরুজ্জামান সরদার এবং আমি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হই। কিন্তু পরিতাপের বিষয়, গত উপজেলা নির্বাচনে ও তালমা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন।

লিখিত বক্তব্যে আরও জানান, আমার ছেলে জামাল হোসেন মিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন চেয়েছিল এবং গত উপজেলা পরিষদ নির্বাচন, তালমা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকার পক্ষে কাজ করার ফলশ্রুতিতে শাহদাব আকবর লাবু চৌধুরী আমার দুই ছেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মিথ্যা মামলা, হুমকি-ধামকি দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন তথ্য প্রচার করে আমার পরিবারকে মানসিক ও সামাজিক এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম