মাদকের আসামি ধরতে অভিযান
জয়পুরহাটে নদীতে ডুবে প্রাণ গেল র্যাব কর্মকর্তার
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জয়পুরহাটে মাদক মামলার আসামিদের পিছু ধাওয়া করতে গিয়ে ছোট যমুনায় ডুবে সাহেদুজ্জামান (সাহেদ) নামে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। তিনি জয়পুরহাট র্যাব ক্যাম্পের এসআই। শনিবার বিকালে জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার বড় মানিক এলাকায় এ ঘটনা ঘটে। সাহেদ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, শনিবার বিকালে এসআই সাহেদুজ্জামান ফোর্স নিয়ে পাঁচবিবি উপজেলার বড় মানিক এলাকায় ছোট যমুনা নদী এলাকায় মাদক মামলার আসামি ধরতে অভিযানে যান। এ সময় র্যাব সদস্যদের দেখে তারা পালানোর চেষ্টা করে।
পরে ধাওয়া করলে তারা নদীতে ঝাঁপ দেয়। তাদের ধরতে পিছু ধাওয়া করতে সাহেদুজ্জামানও নদীতে ঝাঁপ দেন। কিন্তু অভিযানে অংশ নেয়া অন্য সদস্যরা তীরে উঠলেও এসআই সাহেদ নদীতে নিখোঁজ হন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে উদ্ধার করে মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
