ব্রাহ্মণপাড়ায় খণ্ডিত লাশের ১০ দিন পর পুকুরে মিলল মস্তক
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় হত্যাকাণ্ডের শিকার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধারের ১০ দিন পর পাশের পুকুরে মস্তক পাওয়া গেছে। কুমিল্লার পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) ওই মামলায় গ্রেফতার মো. জামাল হোসেনের তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে মস্তকটি উদ্ধার করে। জামাল ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের মৃত আবদুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামের একটি পুকুরপাড়ে নির্জন এলাকায় ১০ জুলাই দুপুরে একটি মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ওই দিনই ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন ও ওসি (তদন্ত) জাকির হোসেনসহ পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে। সেখানে একটি মোবাইল ফোনও পাওয়া যায়।
মোবাইল ফোনের সূত্র ধরে পিবিআই সোমবার সকালে জামাল হোসেনকে কুমিল্লার কান্দিরপাড় এলাকা থেকে গ্রেফতার করে। জামাল হোসেন জিজ্ঞাসাবাদে জানায়, তারা কয়েকজন মিলে ওই ব্যক্তিকে খুন করে লাশ ও মস্তক আলাদা করে রেখেছিল। সে নিজেও মৃত ব্যক্তিকে চেনে না। কুমিল্লার পিবিআই পরিদর্শক মো. মতিউর রহমান বলেন, জামাল খুন করার কথা স্বীকার করেছে। তার দেয়া তথ্যমতে পুকুর থেকে পলিথিনে মোড়ানো মস্তকটি উদ্ধার করা হয়। খুনের সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে সে জানায়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
