Logo
Logo
×

খবর

রাজশাহী অগ্রণী ব্যাংক

জমা দেয়ার সময় ব্যবসায়ীর ১৭ লাখ টাকা খোয়া

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জমা দেয়ার সময় ব্যবসায়ীর ১৭ লাখ টাকা খোয়া

রাজশাহীতে জমা দেয়ার সময় অগ্রণী ব্যাংকের ভেতর থেকে এক ব্যবসায়ীর ১৭ লাখ টাকা খোয়া গেছে। প্রতারকরা সাহেব বাজার জিরো পয়েন্টের অগ্রণী ব্যাংক রাজশাহী কর্পোরেট শাখার ক্যাশ কাউন্টার থেকে ওই টাকা নিয়ে উধাও হয়ে যায়। এ ঘটনায় রাজশাহী ব্যাংকপাড়ায় তোলপাড় শুরু হয়েছে। ব্যাংকের ভেতর থেকে টাকা উধাওয়ের ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দু’জনকে হেফাজতে নিয়েছে। ব্যাগের ভেতরে নগদ ১৭ লাখ টাকা ছাড়াও কয়েকজন সার ব্যবসায়ীর ৪০ লাখ টাকার পে-অর্ডারও ছিল বলে জানা গেছে।

আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, সোমবার দুপুরের দিকে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন রাজশাহীর সাধারণ সম্পাদক রবিউল ইসলামের ম্যানেজার মাহফুজুর রহমান রিপন ১৭ লাখ টাকা অগ্রণী ব্যাংক রাজশাহী কর্পোরেট শাখায় জমা দিতে যান। ক্যাশ কাউন্টারের সামনে পায়ের কাছে টাকার ব্যাগ রেখে জমা স্লিপ লেখার সময় কে বা কারা টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। কয়েক মিনিট পর রিপন দেখতে পান টাকার ব্যাগ নেই। দ্রুত ব্যাংকের মূল দরজা বন্ধ করে দেয়া হয়। তবে শেষ পর্যন্ত চোরকে আর পাওয়া যায়নি।

ওসি জানান, ঘটনার পরই পুলিশ অগ্রণী ব্যাংকে যায় ঘটনাটির বিস্তারিত জানার চেষ্টা করে। পুলিশ রিপন ও তার সঙ্গীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। ওসি আরও জানান, ব্যাংকের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা গেছে তিনজন লোক রিপনের কাছাকাছি ঘুরছিল। একপর্যায়ে রিপনের কাছে ভিড় করে তার পায়ের কাছ থেকে পা দিয়ে টাকার ব্যাগটি সরিয়ে নেয় তারা। টাকার ব্যাগ নিয়ে চোররা মূল গেট দিয়ে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম