বৃক্ষরোপণকে আন্দোলনে পরিণত করেছেন প্রধানমন্ত্রী
-ড. আবদুর রাজ্জাক
প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কৃষিমন্ত্রী ও বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি ড. আবদুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি আন্দোলনে পরিণত করেছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও বাংলাদেশকে সত্যিকার অর্থে সবুজ-শ্যামল রাখতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। রোববার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটশন চত্বরে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ বছরও তিনি সবাইকে দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। মন্ত্রী কৃষিবিদ ইন্সটিটিউটশন চত্বরে একটি গাছ রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, সারা পৃথিবীতে ধনী-গরিব নির্বিশেষে এ মহাসংকট তৈরি করেছে। প্রধানমন্ত্রী তার দূরদর্শিতা, অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে নানা সংকট মোকাবেলা করে যাচ্ছেন। এ সময় বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষিবিদ ইন্সটিটিউটশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
