ভারতে গণপিটুনিতে নিহত দু’জনের পরিচয় শনাক্ত
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের আসাম রাজ্যে গণপিটুনিতে নিহত তিন বাংলাদেশির দু’জনের পরিচয় পাওয়া গেছে। শনিবার রাতে করিমগঞ্জ জেলার পাথারকান্দি সীমান্তবর্তী বুবরীঘাট চা বাগানের বাসিন্দারা তাদের পিটিয়ে হত্যা করে। বিজিবির মাধ্যমে বিএসএফের পাঠানো ছবি দেখে সোমবার বিকালে দু’জনের লাশ শনাক্ত করেছে তাদের স্বজনরা। পরিচয় পাওয়া বাংলাদেশিরা হলেন বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের কাঞ্চনপুরের মানিক মিয়ার ছেলে জুয়েল আহমদ ও আকদ্দছ মিয়ার ছেলে নুনু মিয়া। তারা সম্পর্কে চাচা ভাতিজা এবং পেশায় অটোরিকশাচালক।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, ছবি পেয়েই তিনি বিভিন্ন জায়গায় খোঁজ নিতে শুরু করেন। বিকালে কাঞ্চনপুরে সোয়েল আহমদ নামক ব্যক্তি দু’জনের ছবি শনাক্ত করেছেন। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ সোমবার সন্ধ্যায় জানান, ভারতে নিহত অপর বাংলাদেশির পরিচয় জানার চেষ্টা চলছে।
