Logo
Logo
×

খবর

নওগাঁ ও সিরাজগঞ্জের দুই এমপি করোনা আক্রান্ত

Icon

নওগাঁ ও চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের এমপি আবদুল মমিন মণ্ডল করোনায় আক্রান্ত হয়েছেন।

নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল জানান, নমুনা সংগ্রহের আগে ২-৩ দিন জ্বর ও সর্দিতে ভুগছিলেন এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম। বুধবার তার গ্রামের বাড়ি মহাদেবপুর উপজেলার চেরাগপুর থেকে নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার রিপোর্ট আসে করোনা পজিটিভ। তবে তিনি সুস্থ আছেন। তার কোনো উপসর্গ নেই বললেই চলে। নমুনা দেয়ার পরদিন থেকে তিনি ঢাকাতে অবস্থান করছেন।

সিরাজগঞ্জের এমপি আবদুল মমিন মণ্ডল সোমবার দুপুরে জানান, নির্বাচনী এলাকায় খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে ঢাকায় ফেরার কিছু দিন পর অসুস্থবোধ করায় করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। কয়েক দিন আগে করোনা নিশ্চিত করেন চিকিৎসকরা। এরপর থেকে রাজধানীর একটি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম