Logo
Logo
×

খবর

২৫ লাখ টাকাসহ আটক

চট্টগ্রাম বন্দরের তিন কর্মচারী বরখাস্ত

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নগদ ২৫ লাখ টাকাসহ আটক চট্টগ্রাম বন্দরের তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক। রোববার রাতে বন্দর ভবন থেকে তিন কর্মচারীকে ২৫ লাখ টাকাসহ আটক করে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তাদের বন্দরের নিরাপত্তা বিভাগে হস্তান্তর করা হয়। আটক কর্মচারীরা হলেন- মেরিন বিভাগের লস্কর মো. দেলোয়ার হোসেন, প্রকৌশল বিভাগের খালাসি আবদুল মান্নান ও অপর একটি বিভাগের মো. আবুল কালাম। আটকের পর তাদের শরীর তল্লাশি করে ২৫ লাখ টাকার মতো পাওয়া যায়। তবে তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ আইনি ব্যবস্থা নেয়া হয়নি। বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, তিনজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। তাদের কাছ থেকে পাওয়া অর্থের উৎস অনুসন্ধান করা হবে। বর্তমানে তারা নিজ নিজ বিভাগের অধীনে রয়েছেন। উদ্ধার করা অর্থ নিরাপত্তা বিভাগের হেফাজতে রাখা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম