Logo
Logo
×

খবর

মধুপুরে ফোর মার্ডার

সাগরসহ দু’জনের খুনের দায় স্বীকার

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় গ্রেফতার সাগর ও জোয়াদ আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের দায় স্বীকার করেছে বলে র‌্যাব ও পুলিশ জানিয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে জোয়াদ আলীকে আদালতে তোলা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার দুপুরে পুলিশের কাছে হস্তান্তর করা র‌্যাবের হাতে আটক সাগরকে আজ আদালতে তোলা হবে।

র‌্যাব ও পুলিশের ধারণা, এ হত্যাকাণ্ডে সাগর ও জোয়াদ আলী ছাড়াও একাধিক ব্যক্তি জড়িত। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

র‌্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম জানান, ১৫ জুলাই সকালে আবদুল গণির বাসায় গিয়ে ২শ’ টাকা চেয়েছিল মাদকাসক্ত সাগর। টাকা না পেয়ে উল্টো ভর্ৎসনার শিকার হয় সে। এতে অপমানিত হয়ে গণিকে হত্যার পরিকল্পনা নেয় সাগর। ১৫ জুলাই রাতে সাগর একাধিক বন্ধুকে নিয়ে গণির বাসায় গিয়ে চেনতানাশক দিয়ে অজ্ঞান করে গণি ও তার স্ত্রী-সন্তানসহ ৪ জনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এ সময় তারা বাসার মালামাল লুট করে নিয়ে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম