নড়িয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ পানিসম্পদ উপমন্ত্রীর
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের নড়িয়ার কেদারপুর ইউনিয়নের বন্যাকবলিত ১০০ পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবণ ও শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম এমপি। নড়িয়া উপজেলা শহীদ মিনার চত্বরে পানিসম্পদ উপমন্ত্রী প্রধান অতিথি হিসেবে এসব ত্রাণসামগ্রী বন্যার্তদের হাতে তুলে দেন। এ সময় উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা নড়িয়া ও সখিপুরের সব ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করছি। এবার বর্ষা পার করতে পারলে আর নদী ভাঙবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বন্যাপীড়িত, নদী ভাঙন ও হাওর অঞ্চলে আমরা কাজ করছি। উপমন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে বলেন, একটি রাজনৈতিক দল দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। জিয়া ও তারেক রহমান কীভাবে দেশটাকে লুটেপুটে খেয়েছে। খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খেয়ে জেলে গিয়েছেন। আর শেখ হাসিনা তাকে মুক্তি দিয়েছেন। তারা মানবতার পাশে থাকেন না। করোনায় বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যাচ্ছে না। এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তি রুপা রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদি হোসেন, নড়িয়া থানার ওসি (তদন্ত) প্রবীণ কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাচানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাঢ়ি প্রমুখ।
