Logo
Logo
×

খবর

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় মেকানিকের মৃত্যু

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত রাশেদুল ইসলাম শাওন নামে এক মোটরসাইকেল মেকানিক মারা গেছেন। সোমবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। শাওন (১৯) শহরতলীর পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর ডুমুরিয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। এর আগে শুক্রবার নগরীর চাঁনপুর এলাকায় হুমায়ন নামে এক প্রভাবশালীর নির্দেশে রাজিব, সাকিব, সজিবের নেতৃত্বে একটি কিশোর গ্যাং ওই মোটরসাইকেল মেকানিককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শাওন একটি পুরাতন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে শহরে যাচ্ছিলেন। নগরীর চাঁনপুর এলাকায় এসে তার মোটরসাইকেলটি বিকল হয়ে যায়। এ সময় কিশোর রাজিব ও সজিব তাকে ভুয়া মেকানিক বলে অপমান করে। এতে ক্ষুব্ধ হয়ে শাওন তাদের গালি দেন। বিষয়টিতে হস্তক্ষেপ করে হুমায়ন মেকানিক শাওনকে মারধরের নির্দেশ দেয়। পরদিন শনিবার রাতে শাওন শহর থেকে বাড়ি ফেরার পথে চাঁনপুর আলী আকবর মাজারের কাছে ওতপেতে থাকে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় তাকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে হুমায়ুন, তার ছেলে রাজিব, সাকিব ও সজিবসহ কিশোর গ্যাংয়ের সদস্যরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তির পর অবস্থার অবনতি হলে রোববার তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে ঢাকার ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যান। শাওনের বাবা জাহাঙ্গীর আলম বলেন, হামলার পরদিন মামলার জন্য আমি কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেই। কিন্তু পুলিশ মামলা হিসেবে গ্রহণ না করে উল্টো হামলাকারীদের পক্ষ হয়ে আমার ছেলেকে আটকের জন্য বাড়িতে অভিযান চালায়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, শাওনের বাবার দায়ের করা পূর্বের অভিযোগটি মামলা হিসেবে এফআইআরভুক্ত করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম