Logo
Logo
×

খবর

কুমিল্লায় ব্যবসায়ীকে হত্যা

মূল হোতা কাউন্সিলর আলমগীর ১১ দিনেও গ্রেফতার হয়নি

ভিকটিমের পরিবার ও স্বজনদের হুমকি

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় ব্যবসায়ী আক্তার হোসেন হত্যাকাণ্ডের মূল হোতা কাউন্সিলর আলমগীর হোসেন ১১ দিনেও গ্রেফতার হয়নি। কিলিং মিশন সম্পন্ন করেই গা-ঢাকা দিয়েছেন এই কাউন্সিলর। আলমগীর গ্রেফতার না হওয়ায় স্থানীয় বাসিন্দাসহ নিহতের স্বজনদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তবে পুলিশ জানিয়েছে, কাউন্সিলরকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান এবং সেই সঙ্গে তার এবং তার ঘনিষ্ঠ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের মোবাইল ট্র্যাকিং করা হচ্ছে। এদিকে প্রভাবশালী এ কাউন্সিলর কৌশলে অন্যদের দিয়ে নিহতের পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ চাঙ্গিনী এলাকার এক সময়ের বিএনপি নেতা আলমগীর হোসেন ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগে যোগ দেন। এরপরই তিনি ও তার ভাইয়েরা বেপরোয়া হয়ে ওঠেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম