Logo
Logo
×

খবর

প্রচণ্ড স্রোত

শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে ফেরি চলাচলে অচলাবস্থা

Icon

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচলে অচলাবস্থা তৈরি হয়েছে। আর এর ফলে প্রতিদিনিই উভয় পারে আটকা পড়ছে প্রায় শত শত যানবাহন। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার সাফায়েত হোসেন জানান, গেল কয়েক দিন ধরেই পদ্মায় উজান থেকে পাহাড়ি ঢল আসায় নদীতে প্রচণ্ড স্রোতের সৃষ্টি হচ্ছে, যার ফলে রাতের বেলায় ফেরি চলাচল করা খুবিই কঠিন। তবে রাতে চারটি ফেরি দিয়ে কোনো রকমের এ নৌরুটটি চালু রেখেছি। তাছাড়া ফেরি পারাপারে আগের তুলনায় দুই-তিনগুণ সময় বেশি লাগছে। বর্তমানে চারটি ফেরি চলাচল করছে। যাত্রী পারাপারের জন্য এ নৌরুটে ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক সি-বোট চলাচল করলেও এ নৌরুটের লঞ্চগুলোতে করোনাকালীন সময়ও অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় উভয় পারে দেখা দিয়েছে যানজট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম