যবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক লাঞ্ছিত
যশোর ব্যুরো
প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এটিএম কামরুল হাসান লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ২টার দিকে নিজ দফতরে কর্মকর্তা-কর্মচারীদের একাংশের হামলায় চেয়ার, টেবিল ভাংচুর ও গালাগাল করা হয়েছে। অভিযুক্ত বদিউজ্জামান বাদলের দাবি, ওই কর্মকর্তা গালাগাল করায় কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে। সেখানে হামলা, ভাংচুর হয়নি। সন্ধ্যায় সাঁজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেকশন অফিসার ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসানের কক্ষে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে।
